বাগাতিপাড়াফাগুয়াড়দিয়াড়ইউনিয়নস্বাস্থ্য ও পরিবারকল্যান কেন্দ্রে সকল পদ শূন্য চিকিৎসাবঞ্চিতপ্রায়কয়েকহাজারপরিবার

medical photo(1)
ফজলেরাব্বিনাটোরবাগাতিপাড়া : নাটোরেরবাগাতিপাড়াউপজেলারফাগুয়াড়দিয়াড়ইউনিয়নস্বাস্থ্য ও পরিবারকল্যান কেন্দ্রে সকল পদ শূন্য থাকায়চিকিৎসাবঞ্চিতপ্রায়কয়েকহাজারপরিবার ।
সংশ্লিষ্ট ও স্থানিয় সূত্রে জানাযায়উপজেলার এই স্বাস্থ্য ও পরিবারকল্যান কেন্দ্রটি ২০০৭/৮ অর্থ বছরে স্বাস্থ্য প্রকোশলীঅধিদপ্তর (এইচইডি)বাস্তবায়নকরে। স্বাস্থ্যকেন্দ্রটি স্থাপনেরপ্রায়সাতবছর পেরিয়ে গেলেওশূন্যপদ মঞ্জুরীহয়নি। উপসহকারীকমিউনিটি মেডিকেলঅফিসার,ফার্মাসিস্ট, পরিবারকল্যানপরিদর্শিকা,আয়া ও নিরাপত্তাপ্রহরী পদ মঞ্জুরনাহওয়ারফলেবিশেষকরেমা ও শিশুসহপ্রায়কয়েকহাজারপরিবারচিকিৎসা সেবা থেকে বঞ্চিত । আরওজানাযায়বর্তমানেসপ্তাহের দুদিন মঙ্গলবার ও বৃহস্পতিবারউপজেলারলোকমানপুরএবং দয়ারামপুরস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার চিকিৎসাদিতেআসলেওতারা১ থেকে ২ ঘণ্টার বেশিসময় থাকেনা।আবার কোনসপ্তাহে ডাক্তার আসেনাবলে স্থানীয়রাঅভিযোগকরেনে । স্থানীয়হাবিবুররহমানমজনুজানানবিশেষকরেমা ও শিশুচিকিৎসানিতেউপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দূরত্ব হওয়ায়চিকিৎসানিতে রোগীদের সমস্য সৃষ্টিহয়। এ ব্যাপারেউপজেলাপরিবারপরিকল্পনাঅফিসার মোঃখাদেমুলইসলামবলেন ৫টি পদ মঞ্জুরনাহওয়ায় ঐ ইউনিয়নেরজনসাধারণেরচিকিৎসা সেবা থেকে যাতেবঞ্চিতনাহয়চিকিৎসা সেবাযাতেঅব্যাহত থাকে সেজন্য লোকমানপুর ও দয়ারামপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে সপ্তাহের দুদিনচিকিৎসাপ্রদানেরজন্য ডাক্তার যাচ্ছে।এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রটিরক্ষণা বেক্ষনেরজন্য প্রহরীরব্যবস্থা পক্রিয়াধীনআছে। ৫টি পদ মঞ্জুরীরজন্য স্থানীয়এম.পিমহোদয়েরমাধ্যমে প্রয়োজনীয়কাগজপত্রাদী দপ্তরেপাঠানোহয়েছে।চিকিৎসাবঞ্চিতকয়েকহাজারপরিবারেরকথাবিবেচনাকরে, ফাগুয়াড়দিয়াড়ইউনিয়নেরমানুষের স্বাস্থসেবানিশ্চিতকরতে, স্বাস্থ্য ও পরিবারকল্যান কেন্দ্রেটিতে লোকবলনিয়োগ পেতেঅতিদ্রুতপ্রয়োজনিয়ব্যাবস্থা গ্রহনেরজন্যসংশ্লিষ্ট কতৃপক্ষেরকাছে জোর দাবিজানান স্থানিয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *