চুয়াডাঙ্গায় কঠোর নিরাপত্তার মধ্যে এইচ এস সি পরীক্ষা অনুষ্ঠিত
হাবিবুর রহমান চুয়াডাঙ্গা : সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় কঠোর নিরাপত্তার মধ্যে এইচ এস সি পরীক্ষা শুরু হয়েছে। এবার চুয়াডাঙ্গা জেলায় এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ১৬ জন। এর মধ্যে এইচএসসিতে ৭ হাজার ৪৫০, এইচএসসি (ভোকেশনাল) ১১২, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ১ হাজার ২২ ও আলিম পরীক্ষার্থী ৪৩২ জন।
পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবারের এইচ এস সি পরীক্ষায় পুলিশের পাশা পাশি চুয়াডাঙ্গা জেলার ১০ টি কেন্দ্রে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরীক্ষ শুরুর পর থেকেই জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার রশীদুল হাসান ও বিজিবি পরিচালক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান পর্যায় ক্রমে কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন জানান, পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ অনুযায়ী কেন্দ্র/ভেন্যুসমূহের ভেতরে ও বাইরে সুষ্ঠু আইনশৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানান, কোনো কেন্দ্রে নকলের প্রবণতা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কেন্দ্র বাতিলের ব্যবস্থা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।