রামগঞ্জে বিএনপি নেতার মাছের খামারে বিষ প্রয়োগ ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ভূঁইয়া বাড়িতে বিএনপি নেতা মারুফ ভূঁইয়ার মাছের খামারে রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করায় ৩০ লক্ষ টাকার টাকার মাছ মরে ভেসে উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে। সৃষ্ট ঘটনায় মারুফ ভূঁইয়া বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। সে রামগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও ২নং নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার নোয়াগাঁও ভূঁইয়া বাড়ির মারুফ ভূঁইয়া দীর্ঘ কয়েক বছর থেকে ৪ একর সম্পত্তিতে খামার তৈরি করে রুই,কাতল,মৃগেল, কালিবাউশ, তেলাফিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছে। কিন্তু আজ মঙ্গলবার সকালে তার মাছের খামারে সকল প্রজাতির মাছ মরে পানিতে ভাসতে দেখে স্থানীয় আরো খামারীরা এসে পানিতে বিষ ও গ্যাস ট্যাবলেট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
এ ব্যাপারে মৎস্য খামারী ও বিএনপি নেতা মারুফ ভূঁইয়া জানান, আমার সাথে এলাকার কোন মানুষের সাথে ব্যাক্তিগত কোন বিরোধ নেই। তবে প্রতিহিংসার কারনে কেউ এঘটনা ঘটাতে পারে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তোতা মিয়া জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।