বাগাতিপাড়ায় নারী দিবসে র‌্যালী সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান

Bagatipara News 16-10-16বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ভূমিহীন সমিতির উদ্দ্যোগে নিজেরা করি সংস্থার সহযোগীতায় নারী আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উদযাপন করা হয়েছে। বাগাতিপাড়া উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে মালঞ্চি বাজার পদক্ষিন করে উপজেলা যুব উন্নয় অফিসের সামনে সমাবেশ করে। সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে দিবসের তাৎপর্য গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন, ভূমিহীন সমিতির নেত্রী শুকুমারী সরকার, বাগাতিপাড়া ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদাক আব্দুল করিম, বাংলাদেশ আওয়ামীলীগের বাগাতিপাড়া উপজেলা সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা বাগাতিপাড়া শাখা সভাপতি আব্দুল মজিদ, নিজেরা করি সংস্থার বাগাতিপাড়া অঞ্চল সমন্নয়ক তপন কুমার সরকার প্রমূখ। সমাবেশে নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক বন্ধ ও নারীদের সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠার জন্য দাবী জানানো হয়। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর বায়াত্তর জনের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে নূরপুর মালঞ্চি ও ক্ষিদ্রমালঞ্চি সাংস্কৃতিক দল বিভিন্ন সংগীত পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *