নড়াইলে বিশ্ববরেন্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২১-তম মৃত্যুবাষির্কী পালিত

নড়াইল প্রতিনিধি : আজ ১০অক্টোবর, চিত্রকলা জগতের কিংবদন্তী, চিত্রশিল্পী এস এম সুলতানের ২১তম মৃত্যুবাষির্কী। দিনটি পালনে শিল্পীর জন্মস্থান নড়াইলে এস এম সুলাতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে চিত্রা পাড়ের মাছিমদিয়ায় শিল্পীর নিবাসস্থল তথা
সুলতান কমপ্লেক্সএ অবস্থিত শিল্পীর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পীর বিদেহী আতœার শান্তির জন্য উপস্থিত সকলে পরম করুনাময়ের দরবারে দোয়া করেন। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযাগিতার আয়োজন করা হয়। দুই শতাধিক ক্ষুদে শিল্পী প্রতিযোগিতায় অংশ নিয়ে রংতুলির রঙ্গিন আঁচড়ে রাঙ্গিয়ে তোলে নিজ নিজ ক্যানভাস। । শিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০আগষ্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহন করেন। মানবতাবাদী, প্রগতিশিল মুক্ত চিন্তার এই অনুপম শিল্প ব্যক্তিত্ব দূরারোগ্য নানা ব্যধিতে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের ১০অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *