কাহালুতে ৩৯ মন্ডবে এবার দূর্গাপূজা অনুষ্ঠিত হবে
কাহালু(বগুড়া)প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সকল প্রস্তুতি শেষে মন্ডপে মন্ডপে দেবী দূর্গা প্রতিমা স্থাপনে ব্যস্থ হয়ে পড়েছে সম্প্রদায়ের লোকজন। উপজেলা পূজা উদয্াপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার কাহালু উপজেলার একটি পৌর সভা সহ ৮ টি ইউনিয়নের ৩৯ টি মন্ডবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্ডব গুলো হলো-পৌর সভার কেন্দ্রীয় সনাতন সংঘ দূর্গামন্ডব সহ ২ টি, কাহালু সদর ইউনিয়নে ৩ টি,মুরইল ইউনিয়নে ৪ টি,পাইকড় ইউনিয়নে ৫ টি, নারহট্ট ইউনিয়নে ৫ টি,দূর্গাপুর ইউনিয়নে ৭ টি,জামগ্রাম ইউনিয়নে ১ ও মালঞ্চা ইউনিয়নে ৩ টি। সর্বাধিক পূজা উদয্াপিত হবে কালাই ইউনিয়নের ৯ টি মন্ডবে। পাশা-পাশী উপজেলার বীরকেদার ইউনিয়নে এবার কোন মন্ডবেই শারদীয় দূর্গাপূজা উদযাপিত হচ্ছেনা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নন্দ গোপাল সাহ ও সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার (নারহট্ট) বিষয়টি নিশ্চিত করেন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি,পূজারীদের সুয়োগ-সুবিধা ও মন্ডবের নিরাপত্তা সহ সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন উপজেলা পরিষদ, প্রশাসন সহ স্থানীয় পুলিশ প্রশাসন। আগামী ১৯ অক্টোবর হতে ২২ অক্টোবর পর্যন্ত বিজয়া দশমী।