বাগেরহাটে অপহরণকারী শিক্ষিকাসহ অপহৃত স্কুল ছাত্রী তামান্নাকে টেকনাফ থেকে উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে শিক্ষিকা কর্তৃক অপহৃত স্কুল ছাত্রী তামান্নাকে অপহরণের ২৬ দিন পর উদ্ধার করেছে পুলিশ। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গত সোমবার সন্ধ্যায় টেকনাফ শহরে চিরুনি অভিযান চালিয়ে অপহরণের সাথে জড়িত শিক্ষিকা রোহানী ম্যাডামকে পুলিশ আটক করে । এ সময় সেখানকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় অপহৃত তামান্নাকে। তামান্নাকে উদ্ধারের সংবাদে তার পরিবার ও স্কুলের সহপাঠি এবং এলাকাবাসির মধ্যে আনন্দের বন্যা বইছে ।পুলিশ ও তামান্নার পরিবার সূত্রে জানা গেছে, চিতলমারী উপজেলা সদরের হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী তামান্না ইয়াসমিন(১৫) কে গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আটটার দিকে মোবাইল ফোনে প্রাইভেট শিক্ষিকা রিক্তা মোহনা ওরফে রোহানী প্রাইভেট পড়ানোর কথা বলে ডেকে এনে অপহরণ করে। এ দিন তামান্না বাসায় না ফেরায় রাতেই পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন, রোহানী ম্যাডাম তাকে নিয়ে উধাও হয়েছেন। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তামান্নার আর কোন সন্ধান মেলেনি। এ ঘটনায় তামান্নার পিতা চিতলমারী পল্লী বিদ্যুৎ অফিসের টেকনিশিয়ান মো. গোলাম সরোয়ার বাদী হয়ে গত ১৭ সেপ্টেম্বর শিক্ষিকা রুহানীসহ ৬ জনকে আসামি করে চিতলমারী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে পুলিশ তামান্নাকে উদ্ধারের জন্য খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে। এ ঘটনার ২৬ দিন পর গত সোমবার মোবাইলের কললিষ্ট ধরে চিতলমারী থানার এসআই রফিক আহম্মেদ টেকনাফ পুলিশের সহায়তায় ওই শহরে অভিযান চালিয়ে অপহরণকারী শিক্ষিকা রোহানী কে আটক করে। এ সময় সেখানকার একটি বাসা থেকে অপহৃত তামান্নাকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে চিতলমারী থানার এসআই রফিক আহম্মেদ জানান, তামান্নাকে উদ্ধার করে টেকনাফ থেকে চিতলমারীর উদ্যেশ্যে রওনা দেয়া হয়েছে। এলাকায় এসে বিস্তারিত জানানো হবে।