মোল্লাহাটে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৭ জনকে কুপিয়ে যখম
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাটে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৭ জনকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষ। উপজেলার কোদালিয়া গ্রামে গত সোমবার সকাল ১০ টার দিকে সন্ত্রাসী হামলার ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় মামলা হলেও কোন আসামীকে আটক আটক করতে পারেনি পুলিশ। এজাহার ও এলাকাবাসি সুত্রে প্রকাশ-প্রায় ২০/২৫ দিন পূর্বে কোদালিয়া গ্রামের সবুর ফকির’র স্ত্রী শেফালী বেগমের সঙ্গে প্রতিবেশী হাফিজ শেখ’র স্ত্রী হোসনেয়ারা বেগম’র ঝগড়া/বাক বিতন্ডা হয়। বাকবিতন্ডার বিষয়কে সবুর ফকির’র পরিবার বাড়াবাড়ির পর্যায়ে নিতে না চাইলেও তুচ্ছ ওই ঘটনায় তাদের পরিবারের সকলকে হত্যার পরিকল্পনা করতে থাকে প্রতি পক্ষ। আর তাই প্রস্তুতি শেষে ঘটনার সময় সবুর ফকির’র নেতৃত্বে সংঘবদ্ধ ২৬/২৭ জন সবুর ফকির’র বাড়ীতে অতর্কিত হামলা চালায়। হামলা কারীরা ওই পরিবারের ৭ জনকে উপর্জুপরি কুপিয়ে ও পিটিয়ে যখম করে। যখমিদের সকলকে স্থানীয়রা উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও আশঙ্কা জনক শেফালী বেগম (৫০), তার মেয়ে- নাজমা খানম (১৭), ছেলে-লাভলু ফকির (২৬) ও রুবেল ফকির (২১) কে তাৎক্ষনিক খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়া মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন শেফালী বেগমের ছেলের বউ-লাবনি বেগম (১৮), মেয়ে-নাজমিন (১৪) ও ছেলে-শুকমিয়া ফকির (২৫)। ওই ঘটনায় থানায় মামলা হলেও গত ২দিনে কোন আসামীকে আটক করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এস আই তৌহিদ বলেন- তিনি জরুরী কাজ সেরে ঘটনা স্থলে যাবেন।