গোপালপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

31-03-2015. News Photo. Gopalpur-Tangailএ কিউ রাসেল, গোপালপুর(টাঙ্গাইল) : ‘বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দূর্যোগের ক্ষতি কমিয়ে আনি’ প্রতিপাদ্যে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রকল্প অফিসের বাস্তবায়নে গত ৩১ মার্চ মঙ্গলবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মবকর্তা এনামুল হক, শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বিন হেলাল, হিসাব রক্ষণ কর্তকর্তা এ বি এম রেজাউল হক, সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সাত্তার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বিনতা কর্মকার মুন্নি, ব্র্যাক গোপালপুর শাখার ব্যবস্থাপক মো. আবুল কাশেম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ মো. আমিনুল হক লিটন, মো. আবদুর রহমান স্বপন, মো. সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী হারুন অর রশিদ, মো. আবদুর রহিম, ওয়াজ করণী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *