চুয়াডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

Chuadanga National Productivity Day Picture (1)  02.10.2015.docহাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: “ রুপকল্প-২০২১বাস্তবায়নে প্রয়োজন বর্ধিত উৎপাদনশীলতা”-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ দিবস কে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সেখানেই এসে শেষ হয়। এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই চুয়াডাঙ্গা বিএডিসি’র সিনিয়র সহকারি পরিচালক আমানুললাহ বকুল অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন দশর্না কেরু এন্ড কোম্পানী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম.আরশাদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুর রাজ্জাক ও সহাকারি পুলিশ সুপার ছুফি উললাহ। প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, “ সরকারের অর্থনৈতিক গতি কিভাবে উৎপাদনশীলতার মাধ্যমে বাড়ানো যায় সে দিকে খেয়াল রাখতে হবে। উৎপাদনশীলতা বাড়ানোর ফলে দেশের আরো উন্নতি সম্ভব। দেশের উন্নয়নের জন্য আমাদের সকলের দৃষ্টি তিক্ষœ রাখতে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *