চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান॥ দামুড়হুদার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমান ফেন্সিডিল আটক

Neemtala 01-10-15হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৫৬ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। বুধবার দিনগত গভীর রাতে দামুড়হুদা উপজেলার পৃথক পৃথক বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এসব ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় আটক করে। চুয়াডাঙ্গা-৬বিজিবির পরিচালক লেঃ কর্ণেলঃ এসএম মনিরুজ্জামান জানান,বুধবার দিনগত রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার নাস্তিপুর গ্রামের মাঠ থেকে ১শ”৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। একই রাত ৩টার দিকে একই উপজেলার সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আরাফাত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝাঝাডাঙ্গা গ্রামের আমবাগান থেকে ৫শ”১০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ থেকে ২শ”৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। আটককৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *