মধুটিলা বন ধ্বংস করে শত শত কোটি টাকার কাঠ পাচার হচ্ছে : বন বিভাগ নির্বিকার
নকলা প্রতিনিধি : কাটা বাড়ী, খলচান্দা, ভূরুঙ্গা, মেচকুড়া, দা দাড়া, বারোমারী বটতলা, কালাপানি এলাকার বিশাল বনসম্পদ ধ্বংস করে প্রতিদিন বিভিন্ন পরিবহনে কোটি কোটি টাকার কাঠ পাচার করে দেয়া হচ্ছে বাইরে। সোমবার সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, বিশাল এই বন সম্পদের ৯০ ভাগ মালিক সরকার। ১০ ভাগ রয়েছে জনগনের। কিন্তুু স্থানীয় কয়েকজন প্রভাবশালী সরকারের এই বন সম্পদ রাতারাতি কেটে মূল্যবান একাশি, গজারী, মেহগনি অন্যান্য বনজ গাছ কেটে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছে। মধুটিলা বনবিভাগের কর্মকর্তা জিল্লুর রহমান সিদ্দিকীর কাছে জানতে চেয়ে ০১৭৫১২২৪৭০১ নম্বর ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে স্থানীয়রা বলছেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৭টি বনপাহাড়ের কতিপয় প্রভাবশালী গডফাদার বছরে প্রায় ১ থেকে দেড়শত কোটি টাকার পাহাড়ী কাঠ লুটপাট করেছেন। এদিকে জানা গেছে, বন বিভাগের ৪ জন কর্মচারী ১ জন কর্মকর্তা মাসে মাসে কাঠ চোরদের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা করে মাসোহারা নিয়ে থাকেন।