চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে বিজিবি –স্থানীয় জনসাধারনের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত॥

Neemtala 14-09-1হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আকন্দবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনসাধারনকে নিয়ে বিজিবি-স্থানীয় জনসাধারনের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেঃ কর্ণেলঃ এসএম মনিরুজ্জামান জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার নিমতলা সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় আকন্দবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের নিয়ে নিমতলা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উথলী বিওপি কমান্ডার নায়েব সুবেদার নাজমুল হক ও নিমতলা বিওপি কমান্ডার হাবিলদার শওকত আলী । এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গেও মধ্যে বক্তব্য রাখেন, বেগমপুর ইউনিয়ন পরিষদ সদস্য আমিনুল ইসলাম ও আকন্দবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষীকা মাসুমা খাতুন। উক্ত সভায় ২৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *