মংলায় সন্ত্রাসী হামলায় তিন নির্মাণ শ্রমিক গুরুতর আহত, আটক এক
বাগেরহাট প্রতিনিধি: মংলায় সন্ত্রাসী হামলায় তিন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে দু’জনকে আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করে আদালতে সোপর্দ্দ করেছে। অপরদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, মংলার শিল্পাঞ্চল এলাকার দিগরাজের ব্যাংক রোড় এলাকায় শনিবার সকালে আবুল কালাম আজাদ ও নুর মোহাম্মদ খোকন নামে দু’ব্যক্তি অরুন নামে একজন উপ ঠিকাদারের বকেয়া টাকা পরিশোধ না করে, বহিরাগত শ্রমিকদের দিয়ে কাজ করানোর চেষ্টা করে। এতে মংলা উপজেলা নির্মাণাধীন ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহিদ শিকদারসহ অন্যান্য নির্মাণ শ্রমিকেরা বকেয়া টাকা পরিশোধ শেষে কাজ করতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালাম আজাদ ও নুর মোহাম্মদ খোকনের নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে শহিদ শিকদার ও তার সাথে থাকা মাসুদ ও রানা নামক অপর দু’শ্রমিকের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করাসহ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় মাসুদ ও রানাকে আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে জাকির হোসেন নামে একজনকে আটক করে শনিবার তাকে আদালতে পাঠিয়েছে