বেনাপোল থেকে বিপুল পরিমান ইয়াবা ও কোকেনসহ মাদক সম্রাট গ্রেফতার
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল থেকে ১১৫০ পিস ইয়াবা ও ১৫৫ গ্রাম কোকেনসহ মাদক সম্রাট হিসেবে পরিচিত শাহাজালাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ( র্যাব) সদস্যরা। সোমবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন দিঘিরপাড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাজালাল বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের সামসুজ্জোহার ছেলে।
র্যাব জানায়, তাদের কাছে সুনির্দিষ্ট গোপন সংবাদ আসে যে, বেনাপোলের মাদক সম্রাট হিসেবে পরিচিত শাহাজালাল নামে এক যুবক তার নিজ বাড়িতে মাদক বেচা-কেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শাহাজালালকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। পরে তার কাছ থেকে ১১৫০ পিস ইয়াবা ও ১৫৫ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। শাহাজালালের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কামান্ডার স্কোয়ার্ডন লিডার কওছার হোসেন জানান, শাহাজালালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিকালে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।