আত্রাইয়ে জাতীয় শোক দিবস পালিত

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যদায় ও ভাবগম্ভীর পরিবেশে গতকাল শনিবার আত্রাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, র‌্যালী, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকাল ১০টায় আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য রালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান । অনুষ্ঠানে বক্তব্য রাখেন আত্রাই থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সহ-সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক আফসার আলী প্রাং, আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াদুদ খান ডলার, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা বেগম, আলোচনা সভায় উপজেলার সকল মুক্তিযোদ্ধা, কর্মরত এনজিও সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাধারণ সস্পাদক আমিনুল ইসলাম এর নেতৃত্বে আহসানগঞ্জ রেলষ্টেশন চত্বরে, উপজেলা সে¦চ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আবু উজ্জল ও সাজেদুল ইসলাম সেন্টুর নেতৃত্বে¡ বেইলী ব্রিজ চত্বরে, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালাম ও সাধারণ সম্পাদক সরদার শোয়েব এর নেতৃত্বে আহসানগঞ্জ হাট চত্বরে, উপজেলা কাঁশিয়াবাড়ি সুইচগেট বাজার চত্বরে স্থানীয় আওয়ামীলীগের নেতা শ্রী স্বপন মেম্বার ও শেখ মোঃ আবুবক্কর সিদ্দিক বাকারার নেতৃত্বে এবং উপজেলা টোল মুক্ত মাছ বাজার সমবায় সমিতির সভাপতি মোঃ বাবুল আকন্দের আয়োজনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *