পাবনার ফরিদপুরে ভেজাল আখের গুড়ের রমরমা ব্যবসা

ফরিদপুর প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় চলছে ভেজাল আখের গুড়ের রমরমা ব্যবসা। এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী চলতি মৌসুমে চিনি ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আখের গুড় তৈরী করে বাজারে বিক্রি করছে। এই ভেজাল গুড় মানবদেহের জন্য অত্যান্ত ক্ষতি কর। জানাগেছে ,চিনির দামের চেয়ে আখের গুড়ের দাম বেশি হওয়ায় অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় চিনি মিশিয়ে আখের গুড় তৈরী করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। একটি বিশেষ সূত্রে জানাগেছে, দেখে বোঝার উপায় নেই কোনটা আসল গুড় আর কোনটা ভেজাল গুড়। বর্তমান বাজারে চিনির দাম ৩৮-৪০টাকা এবং আখের গুড় বিক্রি হচ্ছে ৫৫-৬০টাকা। প্রতি ১০ কেজি আখের গুড়ের মধ্যে ২৫-৩০ কেজি চিনি, কেমিক্যাল ও রং মিশিয়ে আখের গুড় তৈয়েরী করছে। এসব ভেজাল গুড় খেয়ে অনেকেই নানা রোগে আক্তান্ত দেহ অসুস্থ্য হয়ে পড়ছে। উপজেলা সদর বনত্তয়ারীনগর, গোপালনগর, ডেমড়া, নারানপুর, দিঘুলিয়া এরশাদনগর, বেড়হাউলিয়া, ধানুয়াঘাটা হাট সহ বিভিন্ন হাট বাজারে সর্বত্র এই চিনি ও বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত আখের গুড় কেনা-বেচা হচ্ছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কিছু গুড় ব্যবসায়ী জানায়, বর্তমানে হাট-বাজারে যত গুড় বিক্রি হচ্ছে সবই ভেজাল গুড় ।
এ বিষয়ে উপজেলার সচেতন মহল ও সুশীল সমাজ প্রশাসনের সুদৃষ্টি কামনা করে আইনি সহায়তা চাচ্ছেন। এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া দরকার যাতে তারা এই অসাধু ব্যবসা থেকে বিরত থাকে। এটাই ফরিদপুর বাসীর দাবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *