বদলগাছীতে শ্যালক করে শিক্ষকতা বেতন ভাতা উত্তোলন করেন দুলা ভাই

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক হিসাবে শিক্ষকতা করেন শ্যালক মোঃ আলফাজ হোসেন আর বেতন ভাতা উত্তোলন করেন বাংলা প্রভাষক ও মিঠাপুর ইউপি চেয়ারম্যান মীর মহী উদ্দীন আলমগীর। মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপাহাট ডিগ্রি কলেজে সমাজ বিজ্ঞান শিক্ষক মোঃ আলফাজ হোসেন তার দুলা ভাই মিঠাপুর ইউপি চেয়ারম্যান ও উক্ত মাদ্রাসার বাংলা প্রভাষক এর বদলে শিক্ষককতা করে আসছেন। চেয়ারম্যান ও বাংলা প্রভাষক মাঝে মধ্যে মাদ্রাসায় উপস্থিত হয়ে হাজিরা খাতায় সহি স্বাক্ষর করেন এবং নিয়মিত বেতন ভাতা উত্তোলন করে থাকেন বলে নাম প্রকাশ না করা শর্তে কতিপয় শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসীর ভাষ্যে জানা যায়। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুজাহিদুল ইসলাম উপরোক্ত ঘটনাবলি সত্য বলে এই প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। এছাড়াও প্রভাষক মীর মহী উদ্দীন আলমগীর চেয়ারম্যান হিসাবে ভাতা গ্রহণ করে থাকেন বলেও জানা যায়। মীর মহী উদ্দীন আলমগীর বাংলা প্রভাষক পদে মিঠাপুর আলিশ মাদ্রাসায় ২৬/০৭/২০০০ইং তারিখে যোগদান করেন। ইনডেক্স নং- ৬৮৭৫৩১। এমপিও ভুক্তির তারিখঃ ০১/০৬/২০০১ইং বেতন স্কেল ১৫,০০০/- (পনের হাজার) টাকা। গোবরচাঁপাহাট ডিগ্রি কলেজের সামজ বিজ্ঞান শিক্ষক মোঃ আলফাজ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি তার দুলা ভাই বাংলা প্রভাষকের বদলে মাদ্রাসায় ক্লাশ নেন। মিঠাপুর ইউপি চেয়ারম্যান ও উল্লেখিত মাদ্রাসার বাংলা প্রভাষক মীর মহি উদ্দীন আলমগীরের সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *