পাবনার ফরিদপুরে বিভিন্ন হাট-বাজারে পিয়াজ, কাঁচা মরিচ, আদার দাম বাড়ছে
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে পিয়াজ, কাঁচা মরিচ ও আদার দাম বেড়েই চলেছে। গত শুক্রবার এ উপজেলার বনওয়ারীরগর বাজার, ডেমড়া, দিঘুলিয়া, বেড়হাওলিয়া ও ধানুয়াঘাটা হাট-বাজারে খোঁজ-খবর নিয়ে জানা যায় ২সপ্তাহ আগে দেশী পিয়াজের খুচরা দাম ছিল ৩০/৩৫টাকা তা ধাপে ধাপে দাম বেড়ে ৫০টাকা দরে বিক্রি হচ্ছে। এভাবে ৪০টাকার কাঁচা-মরিচ ৮০টাকা এবং ৮০টাকার আদা ১শত ৪০টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে ব্যবসায়ীরা জানায়, একদিকে পরিবহন খরচ বেশী অন্যদিকে আমদানি কমের কারণে দাম বৃদ্ধি পেয়েছে। তবে টানা বৃষ্টির কারণে মরিচ উঠাতে না পারায় কাঁচা-মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, ভুক্তভোগী ক্রেতারা বাজারে এ সমস্ত দ্রব্যের দাম বেশী হওয়ার জন্য বাজারে মনিটরিং ব্যবস্থাপনাকে দায়ী করেছে।
পাবনার ফরিদপুরে বিভিন্ন হাট-বাজারে পিয়াজ, কাঁচা মরিচ, আদার দাম বাড়ছে
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে পিয়াজ, কাঁচা মরিচ ও আদার দাম বেড়েই চলেছে। গত শুক্রবার এ উপজেলার বনওয়ারীরগর বাজার, ডেমড়া, দিঘুলিয়া, বেড়হাওলিয়া ও ধানুয়াঘাটা হাট-বাজারে খোঁজ-খবর নিয়ে জানা যায় ২সপ্তাহ আগে দেশী পিয়াজের খুচরা দাম ছিল ৩০/৩৫টাকা তা ধাপে ধাপে দাম বেড়ে ৫০টাকা দরে বিক্রি হচ্ছে। এভাবে ৪০টাকার কাঁচা-মরিচ ৮০টাকা এবং ৮০টাকার আদা ১শত ৪০টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে ব্যবসায়ীরা জানায়, একদিকে পরিবহন খরচ বেশী অন্যদিকে আমদানি কমের কারণে দাম বৃদ্ধি পেয়েছে। তবে টানা বৃষ্টির কারণে মরিচ উঠাতে না পারায় কাঁচা-মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, ভুক্তভোগী ক্রেতারা বাজারে এ সমস্ত দ্রব্যের দাম বেশী হওয়ার জন্য বাজারে মনিটরিং ব্যবস্থাপনাকে দায়ী করেছে।