সুস্থ্য জীবনে ফিরে যাওয়ার অঙ্গিকার সাপাহার থানায় মাদক ব্যবসায়ী এক মহিলার আর্তসমাপন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার থানায় মাদক ব্যাবসায়ী এক মধ্য বয়সী মহিলা তার মাদক ব্যাবসা পরিহার করে সুস্থ্য জীবনে ফিরে যাওয়ার অঙ্গিকার করে আর্ত সমাপন করায় থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুর রহমান চৌধুরী ওই মহিলাকে ফুলের সুভেচ্ছা জানিয়েছেন।
জানা গেছে উপজেলার মালিপুর (মাঝানিপাড়া) গ্রামের মৃত সাইফুল ইসলামের স্ত্রী আম্বেরা খাতুন (৩৫)দীর্ঘ দিন ধরে ওই এলাকায় বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিল। তার মাদকের ছোঁয়ায় এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্থ হলে আইহাই ইউনিয়ন চেয়ারম্যান হামিদুর রহমানের উদ্যোগে ওই মহিলা ভবিষ্যতে আর মাদক ব্যাবসা করবেনা বলে অঙ্গিকার করে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় থানায় উপস্থিত হয়ে ওসি জাহিদুর রহমান চৌধুরীর নিকট আর্তসমাপন করেন। এসময় ওসি তার সৎ উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেন। বর্তমানে ওই মাদক ব্যাসায়ী মহিলার ৭বছর ও ১০বছরের দু’টি সন্তান রয়েছে তাদেরকে নিয়ে সে ভবিষ্যতে কি করে খাবে বলে ওই মহিলাকে জিজ্ঞাসা করলে তিনি জানান যে মানুষের বাড়ী ঝিঁ-এর কাজ করে খাব তবু মানুষ ও সমাজ ধব্বংসকারী মাদক ব্যাবসা করবনা। মাদক ব্যাবসায়ী মহিলা আম্বেরা খাতুনের এ ধরনের মহতী উদ্দেশ্যকে উপজেলার সর্ব মহল সাধুবাদ জানিয়েছেন