ঘোড়াঘাটে স্কুলের বিজ্ঞান ভবন উদ্বোধন করলেন তুরস্কের রাষ্ট্রদূত জামাল জেহলান
ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাট জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ভবন উদ্বোধন করলেন বাংলাদেশস্থ্য তুরস্কের রাষ্ট্রদূত জামাল জেহলান। গতকাল বেলা ৩টায় ঘোড়াঘাট উপজেলার জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের তুরস্ক সরকারের প্রায় ৪২ লক্ষ টাকা অনুদানে নব নির্মিত বিখ্যাত তুর্কি কবি মোহাম্মদ আকিভ এরসয় এর নামে বিজ্ঞান ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুরস্কের রাষ্ট্রদূত জামাল জেহলান। তার সফর সঙ্গী ছিলেন মিঃ হালির ও টিকা বাংলাদেশের জেনারেল সেক্রেটারী ফিরোজ কবীর। নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন ,এ্যাড আঃ লতিফ,উপজেলা নির্বাহী অফিসার রোখছানা বেগম,খানা শিক্ষা অফিসার আঃ হাই, ওয়ালার্ডভিষন ঘোড়াঘাট এডিপির ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে ভবনের উদ্ধোদন করেন। পরে রাষ্ট্রদূত নবনির্মিত ভবনের কম্পিউটার রুম,লাইব্রেরী রুম সাইন্সরুম পরিদর্শন করেন। অনুষ্ঠানে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে রাষ্টদূতকে শাগত জানান।