বুড়িচংয়ে যৌতুকের দাবীতে ২ সন্তানের জননীকে হত্যার অভিযোগে মামলা।
মোঃ শামছুল হক সরকার : কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা কংশনগর গ্রামের বেপারী বাড়ীর জাহের মিয়ার পূত্র বধু শামীম মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী মোসাঃ শারমীন বেগমকে যৌতুকের দাবীতে গত ২১ শে জুলাই মাসের রাতে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাড়ির ইনচার্জ খবর পেয়ে লাশ উদ্ধার করে গত ২২ শে জুলাই ময়না তদন্তের জন্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দম্পতি /শামীমের স্ত্রীর বাপের বাড়ী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার অধীনে জাহাপুর গ্রামের সহিদ মিয়ার মেয়ে শারমিন বেগম। সহিদ মিয়া মেয়ের অপমৃত্যুর জন্যে গত ২৩ শে জুলাই তার মেয়ে শারমিন বেগমের স্বামী শামীমকে সহ মোটা ৭ জনের নাম উল্লেখ করে কুমিল্লা নারী ও শিশু আদালতে একটি হত্যার মামলা দায়ের করেন। এ ব্যাপারে খোজ করে আসামী পক্ষের কাউকে পাওয়া যায়নি। মৃতু শারমিন বেগমের পিতা সহিদ মিয়ার সূত্রে জানা গেল যে, শারমিনের বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বহুদিন যাবৎ হত্যার হুমকি দিয়ে আসিতেছিল। এক পর্যায়ে শারমিনের পিতার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে তার স্বামী শামীম মালোশিয়া চলে যায়। সেখানে চাকুরী না পাওয়ায় দেশে ফিরে এসে পুনরায় দুই লক্ষ টাকা যৌতুকের দাবী করিলে শারমিন দিতে অস্বীকৃতি জানালে তার প্রতি ক্ষুব্দ হয়ে শামীমের পরিবার সদস্যগন সকলে মিলে তাকে গলায় উড়না পেচিয়ে ও লাঠি দিয়ে আঘাত করে হত্যা করা হইয়াছে বলে শারমিনের পিতা সহিদ মিয়া দাবী করেন।