অপহরনের পর বেনাপোলের পটুখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক গৃহবধুকে উদ্ধার করেছে বিজিবি
শেখ নাসির উদ্দীন : অপহরনের পর বেনাপোলের পটুখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আজ মঙ্গলবার দুপুরে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে হোসনে আরা খাতুন ২৮ নামে এক গৃহবধুকে উদ্দার করেছে বিজিবি সদস্যরা।
২৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আ: রহিম জানান, ২ মাস আগে হোসনে আরাকে সাতক্ষীরা থেকে অপহরন করে ঢাকায় নিয়ে আটকে রাখা হয়। ভারতে পাচারের উদ্দেশ্যে গতকাল মাইক্রোবাস যোগে হোসনে আরাকে ঢাকা থেকে পুটখালি সীমান্তে আনা হয়। আজ দুপুরে তাকে পটুখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় মসজিদ বাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে ভাগেই পালিয়ে যায় পাচারকারীরা। পরে বিজিবি হোসনে আরা কে বেনাপোল পোটর্ থানায় সোর্দ করেছে। এ ব্যপারে একটি মামলা হয়েছে বেনাপোল পোটর্ থানায়। হোসনে আরা সাতক্ষীরা জেলার শ্যাম নগর থানার কৈখালি গ্রামের জয়নাল সর্দারের মেয়ে।