কারা মুক্তি পেলেন দৈনিক চাঁদপুর সময় পত্রিকার সম্পাদক এরশাদ খাঁন
ষ্ট্রাফ রির্পোটার: ষড়যন্ত্র মামলার স্বীকার হয়ে দৈনিক চাঁদপুর সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ এরশাদ খাঁন সকল জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে অবশেষে চাঁদপুর আদালত এর জর্জ কোট থেকে মুক্তি লাভ করেন। উল্লেখ্য গত ১৩ জুলাই চাঁদপুরের বাবুর হাট এলাকার মাকসুদা বেগম এর দায়েরকৃত চাঁদাবাজী ও নারী ক্যালেঙ্কারী ষড়যন্ত্র মামলায় চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে, পরে তাকে জেল হাজতে প্রেরন করে। সেই সুবাদে গত ১৬ জুলাই আসামী পক্ষের আইনজীবি আলহাজ্ব মুজিবুর রহমান ভূইয়ার নের্তৃত্বে দশ-বার জন সিনিয়র এডভোকেটরা জোরালো ভবে আসামীর পক্ষে জামীন চাইলে জজ দৈনিক চাঁদপুর সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এরশাদ খানকে জামিন মঞ্জুর করেন। বাদীপক্ষ মাকসুদা বেগম নিজেই জজ কোর্টে উঠে আপোষনামা প্রেরন করেন এবং তিনি নির্দোষ বলে সাক্ষ্য প্রদান করেন। জজ তাকে জামিনে মুক্তি দেন। ঐ দিনেই চাঁদপুর বাবুর হাট জেল হাজত থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি চাঁদপুরের সকল সাংবাদিক রাজনীতিবিদ, শুভাকাঙ্খী ও তার আতœীয় স্বজন সহ জেলা বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।