মংলা পৌর এলাকায় রাস্তা কাঁটতে বাঁধা দেয়ায় হামলার শিকার কাউন্সিলর
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলা পৌরসভার রাস্তা কাঁটতে বাঁধা দেয়ায় ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিনের হাত ভেঙ্গে দিয়েছে পার্শ্ববর্তি ইউনিয়নের লোকজন। সোমবার সকালে মংলার কলেজ মোড়ে অবস্থিত নতুন পৌর বাস ষ্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার আরো দশ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে চাঁদপাই ইউনিয়নের রেজি মেম্বারের নেতৃত্বে কয়েকজন গ্রামবাসী কোঁদাল, শাবল নিয়ে মংলা পৌরসভার বঙ্গবন্ধু সড়কটি কেঁটে ইউনিয়নের পানি নিষ্কাশনের চেষ্টা চালায়। খবর শুনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন তাদের কাছে জন দূর্ভোগের কথা তুলে ধরে রাস্তার ভিতরে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের অনুরোধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে কাউন্সিলর আলাউদ্দিনের উপর হামলা চালায় । এ হামলায় তার ডান হাতের কব্জি ভেঙ্গে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাউন্সিলর আলাউদ্দিন বলেন, আমার উপর হামলার খবর শুনে ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও পুলিশ এসে আমাকে উদ্ধার করে। এ ঘটনায় ওয়ার্ডের আরো ১০ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে মংলা থানা পুলিশ জানায়, ঘটনা শোনার পর পুলিশের একটি টিম ওই এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তবে এ ব্যাপারে অভিযুক্ত রেজি মেম্বারের কাছে জানতে চাইলে, তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, সকালে পানি নিষ্কাশন করতে গিয়ে একটু হট্টগোলের মত ঘটনা ঘটে। তবে কাউন্সিলরের উপর কেউই হামলা চালায় নি।