বড়পুকুরিয়া বাজারের ক্ষতিগ্রস্থ ৯৭ জন ভাসমান ব্যবসায়ীকে আর্থিক অনুদানের চেক প্রদান।

DSCN0335
মোঃ আব্দুল হাফিজ ফুলবাড়ী(দিনাজপুর) : আওয়ামীলীগ চুল বাধতে জানে এবং রাধতেও জানে আওয়ামীলীগ সরকারে আমলেই দেশ তথা ফুলবাড়ী-পার্বতীপুরের ব্যাপক উন্নয়ন হয়েছে। ফুলবাড়ীতে কয়লা খনি হলে আরও অনেক লোকের কর্মসংস্থান হবে এবং দেশ এগিয়ে যাবে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ কর্তৃক প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা এর আওতায় ৯৭ জন ক্ষতি গ্রস্থ ব্যবসায়র মাঝে আর্থিক অনুদানের চেক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চেক প্রদান ও কম্পিউটার বিতরন অনুষ্ঠানে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি প্রধান অতিথির ভাষনে উক্ত কথা গুলো বলেন।
বড়পুকুরিয়া কোলমাইনিং এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুজ্জামান এর সভাতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও পরিচালক (প্রশাসন), পেট্রোবাংলা মোঃ রুহুল আমিন, জেলা- প্রশাসক মীর খায়রুল আলম, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন), হাবিব উদ্দিন আহম্মেদ, কোম্পানী সচিব ও সভাপতি অফিসার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর আবুল কাশেম প্রধানীয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে মন্ত্রী বড়পুকুরিয়া বাজারের ক্ষতিগ্রস্থ ৯৭ জন ভাসমান ব্যবসায়ীকে প্রতিজন ১৫ হাজার টাকা হিসেবে ১৪ লাখ ৫৫ হাজার টাকার চেক, ফুলবাড়ী- পার্বতীপুর থানার মাদ্রাসা সহ ৮ টি বিদ্যালয় সহ ৪টি ডিগ্রী কলেজে আর্থিক অনুদানের চেক এবং কম্পিউটার বিতরন করেন। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন উপ-ব্যবস্থাপক (তড়িৎ) মোঃ সাহাবুদ্দিন মিয়া। অনুষ্ঠানটি সর্বিক ভাবে পরিচালনা করেন মেহেদী হাসান। শেষে দেশ ও জাতির জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *