৩ নংসাগান্না ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ঝিনাইদহের সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে
বাজেটের আয় ও ব্যয় সমান রেখে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের সচিব জাকির হোসন এই বাজেট ঘোষণা করেন।
এ বাজেটের রাজস্ব আয় ধরা হয়েছে ৩৪ লাখ ৭৬ হাজার ১৬০ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ১ কোটি ৬২ হাজার ৪০০টাকা। মোট ১ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ৫৬০ টাকা।
ইউনিয়ন পরিষদের প্রশাসক মীর রাকিবুল ইসলামের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবুল হোসেন, আলী আকবার,সংরক্ষিত মহিলা সদস্য আম্বিয়া খাতুন লাখি, সাগরিকা পারভীন এবং স্থানীয় বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের প্রতিনিধিরাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ।