মাগুরায় পানিতে ডুবে মানষিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু
মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার সারংগদিয়া গ্রামে মানষিক প্রতিবন্ধী লিমন (১৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ২৪মে বেলা ১১.০০ ঘটিকার সময় তাদের বাড়ির নিকট কুমার নদীতে গোসল করতে গিয়ে লিমন পানিতে ডুবে যায়।পরে লিমনের আসতে দেড়ি দেখে বাড়ির লোকেরা নদীর ঘাটে গিয়ে তার পায়ের স্যান্ডেল দেখতে পায় পরে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা খুজে না পেলে একপর্যায়ে স্থানীয় লোকজন দুপুর ১২.৩০ টার সময় উক্ত নদী থেকে মৃত লিমনের দেহ উদ্ধার করেন। শ্রীপুর থানা পুলিশকে অবগত করা হয়। আইননগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লীমন উপজেলার সারঙ্গদিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।