আদমদীঘিতে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের দুই নেতাকে গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার ভোরে তাদের কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের দুই নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন (৬০) ও আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মিঠু আলী (২৬)। গ্রেপ্তার ইসমাইল ওই ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মৃত রহিম সরদারের ছেলে এবং মিঠু আদমদীঘি সদর ইউপির ডহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আদমদীঘি থানায় পুলিশ সুত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামী করা হয়েছে। সেই মামলায় তাদের দুই জনকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ( ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ ও ছাত্র লীগের দুইজন নেতাকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *