মংলায় যৌথ অভিযানে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল আটক
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মংলায় কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার নেট জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে। মঙ্গলবার সকালে মংলা উপজেলার নালা, বানিয়াশান্তা, করমজল, জয়মনি, জেলে পাড়া ও চেচাংগাং এলাকায় কোস্টগার্ড, নৌ বাহিনী, মংলা ঘাটি ও মংলা ফিশারী অফিস যৌথভাবে অভিযান চালিয়ে এ পরিমাণ জাল আটক করে। নৌ বাহিনীর কর্মকর্তা লেঃ বিএন এ এম রাহাতুজ্জামান জানান, সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় যৌথ ভাবে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার নেট জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরে আটককৃত জাল মংলা ফিশারী অফিসারের উপস্থিতে ধ্বংস করা হয়। আটককৃত নেট ও কারেন্ট জালের আনুমানিক মূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা বলে তিনি জানান