পিতা হয়ে কলঙ্কের বোঝা চাপাল মেয়ের মাথায়
শেখ রবিউল ইসলাম : সাতক্ষীরা জেলার তালা থানাধীন কুমিরা ইউনিয়নের বারাত গ্রামের অমলেন্দু দাস তার মেয়ে (অমিতা দাস) কে অন্যত্র লুকিয়ে রেখে অপহৃত হয়েছে মর্মে মিথ্যা মামলায় ভায়রা সরোজ দাস, পিতা মৃত লক্ষিকান্ত দাস, গ্রাম বেতাগা (কালিবাড়ী), ডাকঘর- বেতাগা, থানা- ফকিরহাট, জেলা- বাগেরহাট কে জড়িয়েছে। সরোজমিনে স্কুলসহ গ্রামবাসীর দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, অমলেন্দু দাস, তার আপন ছোট ভায়রা সরোজ দাসের নামে মিথ্যা অপহরণ মামলা করে জেল হাজতে পাঠায় এবং সরোজ দাস উক্ত মামলায় ২৮৪ দিন জেল খাটার পরে জামিনে মুক্তি পায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়- উক্ত বিষয়ে মেয়েটি অপহরণ হয়েছে কি না ? সন্ধান করতে গিয়ে জানা যায় উক্ত মেয়েটি কে তার পিতা (অমলেন্দু দাস) ১ বৎসর যাবৎ লুকিয়ে রেখেছিল। সে (অমিতা দাস) ২০১৪ সালের কুমিরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবার এই অসৎ চক্রান্তের শিকার হয়ে মেয়েটি ২০১৪ সালে এসএসসি পরীক্ষা দিতে পারেনি। কিন্তু এই বৎসর ২০১৫ সালে কুমিরা বহুমুখি বিদ্যালয় হতে পরিক্ষা দিচ্ছে। অপর দিকে ভায়রা সরোজ দাস মিথ্যা অপহরন মামলার ঘানী টানছে। উক্ত বিষয় তদন্ত পূর্বক সুবিচারের জোর দাবী জানিয়েছে গ্রাম বাসীরা।