ফেয়ার আরবান ট্রানজিশন কনফারেন্স এ পুলিশ কমিশনারঃ
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
সম্ভাবনা, দায়িত্ব এবং ভবিষ্যৎ পথ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনাকে একটি পরিকল্পিত সুন্দর নগরীতে রূপান্তর বিষয়ে আজ ২০ মে ২০২৫ তারিখ বিকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনাতনে ফেয়ার আরবান ট্রানজিশন কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা জনাব মোঃ হুসাইন শওকত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, খুলনাকে সুষ্ঠু, সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ার লক্ষ্যে এধরনের ক্যাম্পেইনে সহযোগী আয়োজক হিসেবে থাকতে পেরে খুলনা মেট্রোপলিটন পুলিশ মহিমান্বিত বোধ করছে। মহানগরীকে একটি নিরাপদ শহরে পরিণত করার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্ড (এওয়ারনেস কার্ড) বিতরণসহ বেশকিছু সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা তুলে ধরেন। তিনি বলেন, খুলনা মহানগরীকে যানজটমুক্ত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগের উদ্যোগে সড়কে চলাচলের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়ে ইজিবাইক চালকদের বাস্তবিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কেএমপি আশা করে সকলের সমন্বিত প্রয়াসের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ জয় করে খুলনা মহানগরীকে একটি পরিকল্পিত সুন্দর নগরী হিসেবে হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
ফেয়ার আরবান ট্রানজিশন কনফারেন্স এ সভাপতিত্ব করেন ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের নির্বাহী পরিচালক জনাব সাইফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) খুলনা ওয়াসা জনাব মোঃ হোসেন শওকত; ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানিজিং ডিরেক্টর জনাব মোঃ হায়দার আলী, পরিবেশ অধিদপ্তর, খুলনার পরিচালক জনাব মোঃ সাদিকুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব লস্কর তাজুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিল্পী রায়; খুলনা সিটি কর্পোরেশনের সচিব জনাব শরীফ আসিফ রহমান,এসইআইএএম এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জনাব মোঃ মাসুম বিল্লাহ-সহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ।