খুলনার বটিয়াঘাটায় বন্ধুর লাথির আঘাতে স্কুল ছাত্র গুরুতর আহত
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বটিয়াঘাটা উপজেলার বারআড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পড়ুয়া দু’বন্ধুর কথাকাটির এক পর্যায়ে বন্ধু ইব্রাহিম শেখ তার বন্ধু জয় তরফদার (১৪) কে বুকে লাথি মারলে সে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার ্উক্ত বিদ্যালয়ে ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে শিক্ষক এবং স্থানীয়রা তাকে ধরাধরি করে পল্লী চিকিৎসক অসিত বরণ মন্ডলের নিকট নিয়ে যায়। তার অবস্থা খারাপ দেখে তিনি খুলনা মেডিকেলে পাঠিয়ে দেন। ইব্রাহিম বারআড়িয়া গ্রামর আজিজুর শেখের ছেলে। সাবেক প্রধান শিক্ষক নিরঞ্জন গোলদার বলেন, আমার সময় অনেক শাসন করতাম শিক্ষার্থীদের। যে কারণে এ ধরণের কোন ঘটনা তখন ঘটেনি। পল্লী চিকিৎসক অসিত বরণ মন্ডল বলেন, তার বুকে ও মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। যে কারণে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেলে পাঠিয়েছি। আমার বিদ্যালয়ের শিক্ষকরা তার সাথে আছেন। ভুক্তভোগী শিক্ষার্থী জয় তরফদারের পিতা দেবাশিষ তরফদার বলেন এ ধরণের ঘটনা যেন পূনরায় আর না ঘটে।