১১00/- টাকার ডিসিআর অভিনব চক্রের মাধ্যমে জালিয়াতিতে মিলছে ১০০০/- টাকায়

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা ও সহকারী দপ্তর সম্পাদক অনলাইন ডেস্ক:
বর্তমানে ই-মিউটেশনের মাধ্যমে নামজারী আবেদন করে চুড়ান্ত পর্যায়ে পৌছালে বাংলাদেশ সরকার ঘোষিত নির্ধারিত ফি ১১০০/- টাকায় ডিসিআর ফি জমা দিয়ে চুড়ান্ত খতিয়ান পাওয়া যায়। কিন্তু তথ্যপ্রযুক্তির হ্যাকারদের একটি মহল ঐ ১১০০/- টাকার ডিসিআর ফি ১০০০/- টাকায় কেটে প্রদান করছে খতিয়ান। খতিয়ান পাওয়া গেলেও কয়েকদিনের মধ্যে আসছে পুনরায় ডিসিআর ফি পরিশোধের ম্যাসেজ। ফলে বিড়ম্বনার স্বীকার হচ্ছে ভূমি সেবা গ্রাহকেরা। আমাদের অপরাধ তথ্যচিত্র পত্রিকার খুলনা জেলা প্রধান সেখ রাসেল দুইটি বিকাশ মোবাইল নম্বর: 01752-088000, 01913-757040 ও কিছু ডকুমেন্টস জোগাড় করেছে। কিন্তু এই চক্রদের মূল হোতাদেরকে ধরার স্বার্থে সকল তথ্য প্রকাশ করা সম্ভব হলো না। বিস্তারিত জানতে পত্রিকার পাতায় চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *