ইমামকে মারপিটে দুই বংশের সংঘর্ষ গুলিবর্ষণ, অস্ত্রসহ আটক ৫

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় মসজিদের ইমামকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এ সময় মসজিদের ভিতর কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সরদার মুজিবুর রহমান লক্ষ্য করে গুলি চালায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জামে মসজিদে এই হামলার ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ও ১৩ রাউন্ড গুলি, ৩টি টেটা, ১টি হকিস্টিক, ৩টি রামদা, ২টি কুড়াল ও ১টি ছুরি উদ্ধারসহ পৌর আওয়ামী লীগের সভাপতিসহ পাঁচজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন কালিয়া পৌর এলাকার কুলসুর গ্রামের মৃত আলতাফ হোসেন সরদারের ছেলে কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সরদার মুজিবুর রহমান এবং তার ছেলে শুভ সরদার। এছাড়া অন্যরা হলেন, একই গ্রামের মৃত আনোয়ার সরদারের ছেলে সাইমুন সরদার, মৃত আকরাম সরদারের ছেলে নান্নু সরদার ও হাবিবুর রহমান সরদারের ছেলে দীপ সরদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি রমজান আলীকে গত বুধবার (১৪ মে) আসর নামাজের পর মারধর করে সরদার বংশের রশিদ সরদার। মারামারির ঘটনায় আজ জুমার নামাজের পর মসজিদের ভিতর ওই বিষয়ে কথাকাটির একপর্যায়ে সরদার এবং শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে সরদার বংশের মুজিবুর রহমান সরদার মসজিদের ভিতর আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল­াহ আল মামুন জানান, ‘বর্তমানে এলাকা শান্ত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *