বটিয়াঘাটা বিএনপি নেতা শামসুল হকের বিরুদ্ধে নানা অভিযোগ
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা ২ নং সদর ইউনিয়নের বর্তমান আবহাওয়া কমিটির সদস্য শামসুল হকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে সালিশ মীমাংসার কথা বলে পাওনাদারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী বাদামতলা গ্রামের বিথীকা বৈরাগী, বটিয়াঘাটা থানা ও বিএনপির নেতৃবৃন্দ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় বয়ার ভাঙ্গা গ্রামের দীপক সরদার ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাাশ হাজার) টাকা বিথীকা বৈরাগীর কাছ থেকে গ্রহণ করে আজ না কাল ঘুরাতে থাকে।
বিষয়টি বিএনপি নেতা শামসুল হক যেকোনো মাধ্যমে জানার পর বলেন, আমি টাকা আদায় করে দিব। উভয় পক্ষের কাছ থেকে মোকাবেলা করে নেয় শামসুল হক, পরবর্তী সময়ে দীপক সর্দারকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে তার কাছ থেকে সম্পূর্ণ টাকা আদায় করে নেই এই বিএনপি নেতা। উক্ত টাকা থেকে বিথীকা বৈরাগী কে মাত্র ৫০ হাজার টাকা প্রদান করে বাকি সম্পূর্ণ টাকা শামসুল হক আত্মসাৎ করে। তার কাছে টাকা চাইতে গেলে বলে আমার একটি মোটরসাইকেল কিনা খুব প্রয়োজন কিছুদিন পরে তোমাকে টাকাটা দিয়ে দিব এভাবে টাকাগুলো সে আত্মসাৎ করে আজ না কাল ঘুরাতে থাকে। ভুক্তভোগী কে মোবাইল ফোনেএ বিষয়ে জানতে চাইলে উনি বলেন, আমার পাওনা টাকা শামসুল হক আদায় করে নিয়েছে। এখন আমি চাইতে গেলে আমাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি হুমকি ধামকি দিচ্ছে। এ বিষয়ে আমি থানা ও বিএনপি নেতৃবৃন্দের কাছে গতন ১৪/০৫/২০২৫ তারিখে লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগের বিষয় নিয়ে থানা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, এর কাছে জানতে চাইলে উনি বলেন অভিযোগটি আমরা পেয়েছি এবং বিষয়টি সত্য এ বিষয়ে অতিদ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে শামসুল হকের কাছে জানতে চাইলে সে বলেন, আমার কাছে মাত্র ২৪ হাজার টাকা পাইবে। বাকি সব টাকা আমি দিয়ে দিয়েছি। পরবর্তী আপডেট জানতে পত্রিকার পাতায় চোখ রাখুন।