শেরপুরে ভারতীয় জিরা ও ইয়াবাসহ আটক ৩

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ২৪০ কেজি ভারতীয় জিরা ও ২৭ পিস ইয়াবা টেবলেটসহ ৩ জনকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

১৩ মে মঙ্গলবার রাতে উপজেলার বরুয়াজানী শফি মন্ডলের ইটভাটা ও পৌরশহরের উত্তর বাজারের ভোগাই নদীরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে আটক হওয়া ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে পরদিন ১৪ মে বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ভারতীয় জিরাসহ আটক হওয়া সোহেল রানা (২২) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গিলাবই এলাকার দেলোয়ার হোসেনের পুত্র। ইয়াবাসহ আটক হওয়া আল মুক্তাদির মুবিন (২৪) পৌরশহরের তারাগঞ্জ উত্তর বাজার শহীদ মিনার এলাকার শাহাদাত হোসেনের পুত্র এবং আল রিসান (২৩) উপজেলার রানীগাঁও এলাকার আনোয়ারুল মঞ্জিলের পুত্র।

থানা পুলিশ সূত্রে জানা যায় মঙলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী শফি উদ্দিনের ইটভাটার পূর্ব পার্শ্বে অভিযান চালিয়ে রাস্তার পাশে থাকা ৮ বস্তায় ২৪০ কেজি ভারতীয় জিরাসহ সোহেল রানাকে আটক করা হয়। একই রাতে পৌরশহরের উত্তর বাজারের ভোগাই নদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবাসহ আল মুক্তাদির মুবিন ও আল রিসানকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান আটক হওয়া ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি সোহেল রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *