বড়লেখা সীমান্তে আটক ৪৪ জনকে থানায় হস্তান্তর
সিলেট প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ঠেলে পাঠানো (পুশ-ইন) ৪৪ জনকে আটকের দুদিন পর বড়লেখা থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) তাদের বড়লেখা থানায় হস্তান্তর করেছে। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার উপজেলার দুটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের ‘পুশ-ইন’ করে। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটকের পর তাদের বিজিবি ক্যাম্পে রাখা হয়।
আটককৃতরা হলেন- ঝিনাইদাহ জেলার মো: হারুন (৪৫), মাদারীপুর জেলার মো: রনি মুন্সি (৩৩), ফরিদপুর জেলার মো: মোশারফ (৫৫), নড়াইল জেলার মো: ওহিদুল (৪৬), বরগুনা জেলার মো: জাকির (২৮), খুলনা জেলার মোছা: রিবা খাতুন (৩৭), বাগেরহাট জেলার মোছা: নাজমা পারভীন (৪০), বরগুনা জেলার মোছা: নিপা আক্তার (২২), মাদারীপুর জেলার নুরজাহান বেগম (৫০), নড়াইল জেলার মোছা: পারভিন (৩৫), মো: শাহরুখ (১১) ও মো: মারুফ (১৪), বরগুনা জেলার মো: ওমর (০১), নড়াইল জেলার হেমেলা বেগম (৭৫), আ: রহমান মুন্সী (৬৪), খাদিজা বেগম (৪৫), রাখি মুন্সী (২৫), রাফিজ মুন্সী (১৭), রাসেদ মুন্সী (৬১), তানিয়া বেগম (২৭), ফেরদৌস (০৬), ইব্রাহীম (০৩) ও জান্নাতুল (১২), খুলনা জেলার ছানিয়া বেগম (২১), বিল্লাল কাজী (২৬), সোহান (০৫), সোহাগ (০২), নড়াইল জেলার নুরানী বেগম (১৮), টুটুল মুন্সী (৩৫), তানিয়া বেগম (৩০), আবু তাহের মুন্সী (০৩), হাসিদুল মুন্সী (০১), মুর্শিদা বেগম (০৯), সুমাইয়া (০৬), শিউলি (৩০), শিল্পী (৪০), রবিউল মুন্সী (৪০), রোখছানা বেগম (৩৫), হোসাইন মুন্সী (০৬), শুলিলা বেগম (২৫), মাহি বেগম (০৪), সিয়াম (০৩), বেলোফা বেগম (৩৬) ও আবু বক্কর (০৬)।