ছুরিকাঘাত ও শিল–পাটার আঘাতে দুই বোনকে হত্যা
রাজধানী প্রতিনিধি:
রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় দুই বোনকে ছুরিকাঘাত ও শিল–পাটার আঘাতে খুন করা হয়েছে। শুক্রবার (৯ মে) দিনগত রাত ৯টার দিকে পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ ভবন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুই বোন হলেন- মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগম (৫২)। মরিয়ম বেগমের স্বামীর নাম কাজি আল্লাউদ্দিন। তিনি বিদ্যুৎ বিভাগের সাবেক কর্মকর্তা। সুফিয়া বেগম অবিবাহিত। তিনি বোনের সঙ্গে থাকতেন।
মিরপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম সপরিবার পশ্চিম শেওড়াপাড়ায় একটি ভবনের দোতলায় থাকতেন। মরিয়মের ছোট বোন অবিবাহিত এবং তিনি তার সঙ্গেই থাকতেন। সকালে মরিয়মের একমাত্র সন্তান নুসরাত জাহান (বৃষ্টি) মা ও খালা সুফিয়াকে বাসায় রেখে গুলশানে নিজ কর্মস্থলে যান। তিনি সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মরিয়মের স্বামী কাজী আলাউদ্দিন বিশেষ কাজে সকালে বরিশালের বাবুগঞ্জ যান।
রাত ৮টার দিকে নুসরাত ফিরে দরজা নক করে বাসার ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে তার কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে তিনি ভেতরে ঢুকে মাকে রক্তাক্ত অবস্থায় ডাইনিং রুমের মেঝেতে এবং খালাকে একটি শোবার ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তারা মিরপুর থানায় খবর দেন।
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, ঘটনার সময় মরিয়মের স্বামী বরিশাল ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা- পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে। নিহতের একজনের মাথায় শিল-পাটার আঘাত রয়েছে। পুলিশ নানা তথ্য উপাত্ত নিয়ে কাজ করছে।