খুলনরার বটিয়াঘাটা এলাকায় কিশোর গ্যাং এর উৎপাতে অতিষ্ট ব্যবসায়ীরা।

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলন:
খুলনার বটিয়াঘাটা তেতুলতলা গ্রামের মোবাইল টাওয়ারের পার্শে হুজাইফা এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে অজ্ঞাতনামা ৮/১০ জনের একটি কিশোর গ্যাং এর সদস্যরা আগ্নেয়াস্ত্র দিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বটিয়াঘাটার দোকানের মালিক মোঃ সোহাগ ইসলাম এর উপর হামলা চালিয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং এর সদস্যরা মোটরসাইকেল যোগে আগ্নেয়াস্ত্র নিয়ে ভিকটিমের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে একজন দুষ্কৃতিকারী ভিকটিম সোহাগের গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে। তখন ভিকটিম প্রতিরোধ গড়ে তুলে ধাক্কা দিলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এসময় দোকানের সামনে উপস্থিত কর্মচারী তেঁতুলতলা এলাকার আরশাদ আলী সরদারের পুত্র মোঃ গোলাম রসুল, এগিয়ে আসলে তার পায়ে গুলি করার উদ্যোশে দুষ্কৃতিকারীরা গুলি ছোড়ে। তিনি তাৎক্ষনিক পা সরিয়ে নিলে গুলি রাস্তায় লক্ষ্যভ্রষ্ট হয়। পরে সন্ত্রাসী দোকানের ক্যাশ বাক্সে থেকে আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। এলাকাবাসী সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।
প্রকাশ থাকে যে, বটিয়াঘাটা সদরে কিছু অসাধু রাজনৈতিক নেতাদের ছত্র ছায়ায় কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। যাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এ ব্যাপারে আইনের প্রতি দৃষ্টি আকর্ষন করেছেন সুশীল সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *