সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু! আহত-৩
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার সৈয়দপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে সাপাহার থেকে জবই বিলের দিকে ঘুরতে যাচ্ছিলেন। সৈয়দপুর ব্রিজ এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলই নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফরহাদ নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।
আহত তিনজন হলেন রাহাদ, শিশির ও মাহফুজ। সকলের বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ফরহাদসহ সকলের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার মধইল গ্রামে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”