দুদক কি দেশের কোন উপকারে আসছে? প্রশ্ন সচেতন নাগরিকের।

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
প্রায়ই দেখা যায়, দুদক বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে এতে কোন সন্দেহ নেই। তা স্বত্বেও অবৈধ টাকার পাহাড় জমছে। যাদের কোন এক সময় দু’বেলা খাবার ছিলোনা, কোন কাজ ছাড়াই তারা কিভাবে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। সেই অর্থ দিয়ে কিনছেন শহরের নামি দামি বাড়ী, কেউ করছেন স্বর্ণের ব্যবসা, কেউ করছেন হুন্ডির ব্যবসা। তাছাড়া পুলিশ প্রশাসনও কেমন যেন ঘুমিয়ে যাচ্ছে, কৌশল অবলম্বন করে কিছু ছিটকে অপরাধীদের গ্রেফতার করে তাদের পেশা ঠিক রেখে বেতন তুলছেন এমনি প্রশ্ন জনমনে। আমরা সাংবাদিকরা জীবন ঝুকি নিয়ে তথ্য সংগ্রহ করে পাঠাচ্ছি দুদক ও প্রশাসনের নজরে। দুদক ও পুলিশ প্রশাসন সেই তথ্যের ভিত্তিতে অভিজান চালায় ঠিকই, অর্থের বিনিময়ে না কি কোন অশুভ শক্তির কাছে তা তলিয়ে যাচ্ছে বোধগম্য নয়।
খুলনার বটিয়াঘাটায় বর্তমানে অনলাইন জুয়ায় গ্রাস করে ফেলেছে যুব সমাজ। অবৈধ আয়ের অর্থ ব্যয় করতে গিয়ে জড়াচ্ছে নেশার জগতে, কেউবা জুয়ার নেশায় সর্বস্ব হারাচ্ছে। ইদানিং দেখছি চারিদিকে কিশোর গ্যাং এর উৎপাত বেড়েছে, ধ্বংস হচ্ছে যুব সমাজ। লেখা পড়া বাদ দিয়ে জড়িয়ে পড়ছে অবৈধ কর্মকান্ডে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা ভাষ্যটি দেশবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *