আমহান মে দিবস ১মে ০১/০৫/২০২৫ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে খুলনা জেলা প্রশাসন এবং শ্রম অধিদপ্তরের আয়োজনে দিবসটির তাৎপর্য বিবেচনায় নানা কর্মসূচী পালিত হয়।

“শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০ ঘটিকায় বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে মে দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রা্ইম ম্যানেজমেন্ট) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন।

মে দিবসের র্যালিটি নগরীর রেলস্টেশন মোড় হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।

শিল্পকলা একাডেমীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, যেকোন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশী। আবার এটাও সত্য যে সেই শ্রমিকরা সবচেয়ে বেশি শোষণ, বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়। শ্রমিকদের অবদানে দেশের অর্থনীতির চাকা সচল থাকে, সামগ্রিক অগ্রগতি হয়। এজন্য শ্রমিকদের অধিকার, নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জীবন মানের উন্নয়ন করতে হবে। তিনি বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকল্পে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন, খুলনা শ্রম দপ্তরের পরিচালক জনাব মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার। এছাড়াও রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি ও বেসরকারি প্রশাসনিক শীর্ষ কর্মকর্তা, মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *