শেরপুরের নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
বক্তব্য দেন নকলা সেনা ক্যাম্পের প্রতিনিধি লেফটেন্যান্ট তাসফিন মাহমুদ অমি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সোহেলুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল উদ্দিন, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা, বাল্যবিবাহ, মাদকমুক্ত সমাজ গঠন, নারী ও শিশু পাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়ে। সভায় সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ারসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলরন।