খুলনার বটিয়াঘাটার খড়িয়া গেটের পাশে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত, আহত দশ।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটার খড়িয়ার গেট থেকে একটু সামনে আজ সকাল ৫ টায় দ্রুতগামী একটি ট্রাক আলম সাধুর সামনে থেকে পিছন থেকে অতিক্রম করতে গেলে আলম সাধুর পিছনে ধাক্কা লেগে, ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করেন ও একজন গুরুতর আহত হয়ে খুলনা মেডিকলে কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তি বটিয়াঘাটা উপজেলার ৪ নং সুরখালী ইউনিয়নের বুনারাবাদ গ্রামের খগেন্দ্রনাথ রায় এর পুত্র গোবিন্দ রায় (৪৫)। এছাড়া ৮/১০ জন আহত হয়ে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। বটিয়াঘাটা থানা সূত্রে জানা যায়, ঐ একই গাড়ীতে থাকা অভিজিৎ নামের একজন বাড়ী ডুমুরিয়ার কাটালিয়া গ্রামে বটিয়াঘাটা বুনারাবাদ মামা দেবদাস দের বাড়ী বেড়াতে এসে তাদের সাথে ধান কাটার উদ্দেশ্যে যান। তার অবস্থা খুবই আশঙ্কাজনক।
প্রকাশ থাকে যে, খুলনা বড়নপাড়া রোডে প্রায়ই ট্রাকের সাথে এধরণের ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকে। ট্রাকগুলো খুবই বে পরোয়া গাড়ি চালিয়ে থাকে। প্রশাসনের প্রতি আহবান দ্রুততার সাথে ট্রাক ও ট্রাক ড্রাইভারকে আটক করে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করা হোক। সেই সাথে সকল গাড়ী নিয়ন্ত্রণের সাথে চালায় তার আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি।