পিরোজপুর ১৫ জন সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে
পিরোজপুর প্রতিনিধি:
শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে পিরোজপুর পৌরসভার হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি এবং মরিচাল এলাকায় গণসংযোগ করেন মাসুদ সাঈদী। এসময় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার হাত ধরে জামায়াতে যোগ দেন।পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীর আরও ১৫ ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীর হাত ধরে তারা জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
গণসংযোগকালে পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইসহাক আলী ও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি সেক্রেটারিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৪ এপ্রিল গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত ইসলামীর দাওয়াতি কার্যক্রমে সাড়া দিয়ে অর্ধশত সনাতন ধর্মাবলম্বী দলটিতে যোগদান করেন। জানা গেছে, দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার কুমারপাড়ার বেশ কিছু সনাতন জনগোষ্ঠীর মধ্যে দলীয় প্রচারণা চালান জামায়াতের নেতাকর্মীরা। এসময় অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী জামায়াতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান।