গাজীপুর শ্রীপুর মাওনা-ধনুয়া সড়ক বেহাল ভোগান্তিতে পথচারীরা

গাজীপুর শ্রীপুর প্রতিনিধি:
শিল্পসমৃদ্ধ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ও মুলাইদ গ্রামের অন্যতম প্রধান যোগাযোগমাধ্যম মাওনা-ধনুয়া সড়কটি এখন দুর্ভোগের অপর নাম। ৬ কি:মি: দৈর্ঘ্যরে সড়কটি মাওনা বাজারের কালিয়াকৈর সড়ক থেকে শুরু হয়ে শেষ হয়েছে জৈনা বাজার-সখিপুর সড়কে গিয়ে। ধাপে ধাপে এর দুই প্রান্তের প্রায় ৪ কিমি উন্নয়ন করা হলেও মাঝখানের প্রায় দুই কিমি দীর্ঘ অংশে এখন শুধুই খানাখন্দ আর জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই সেখানে সৃষ্টি হয় চলাচলের অনুপযুক্ত অবস্থা। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ, কারখানা শ্রমিক ও শিল্পকারখানার ভারী যানবাহনের চালকদের।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই গুরুত্বপূর্ণ সড়কের আশপাশে গড়ে উঠেছে অন্তত ৮টি বড় শিল্প কারখানা। এতে কর্মরত প্রায় ২০ হাজার শ্রমিক প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। স্থানীয়দের পাশাপাশি এসব কারখানার রপ্তানিমুখী পণ্য পরিবহনেও ব্যবহার হয় এই সড়কটি। গত সাড়ে তিন বছর ধরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে সড়কটি। সামনে বর্ষা, দুর্ভোগ আরও বাড়বে। দ্রুত সংস্কারের দাবি জানান তিনি। স্থানীয় ব্যবসায়ী কাইসার আহমেদ বলেন, শিল্প এলাকা হওয়ায় এখানে স্থায়ী ও মানসম্মত মেরামত প্রয়োজন। এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, সড়কটির এই অংশসহ আড়াই কিমি রাস্তা মেরামতের জন্য প্রস্তাব গাজীপুর প্রকল্পে পাঠানো হয়েছে। অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললে দ্রুত কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *