সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [26 APRIL 2025]
কেএমপি’র দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম ২৫ এপ্রিল ২০২৫ তারিখ রাতে আঞ্জুমান রোড থেকে জিআর-৩৪৫/১৯ দৌলতপুর ০২(১২)১৯, ধারা-৩৬(১) ১০ (ক) মাদক এর পরোয়ানাভুক্ত ১ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী শহিদুল ইসলাম সুমন, পিতা-জিয়াবুল হাওলাদার, সাং-মুচিপাড়া মোড় আঞ্জুমান রোড, থানা-দৌলতপুর, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।