নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে মতলব দক্ষিণে হেফাজতের বিক্ষোভ মিছিল

মোঃ খোরশেদ আলম:
নারী বিষয়ক সংস্কার কমিশনে প্রতিবেদন ও কমিশন বাতিলের দাবিতে। হেফাজতে ইসলাম বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজন
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ২৫ এপ্রিল (শুক্রবার) বাদ জুমা মতলব বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিক্সা স্ট্যান্ড এনএএম টাওয়ারের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা গোলাম সারোয়ার ফরিদী, সংগঠনের সদস্য ও মতলব ইমাম উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান জিসান, চাপাতিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আরিফ বিল্লাহ, সদস্য মাওলানা সিফাতুল্লাহ মজুমদার, মাওলানা রেজাউল করিম আবার,মাওলানা শাফায়াত মিয়াজি, মাওলানা শাহ পরান মিয়াজী প্রমুখ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মাওলানা আফসার উদ্দিন। ছবিঃ মতলবে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজত ইসলাম বাংলাদেশ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মুফতি মাওলানা গোলাম সারোয়ার ফরিদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *