নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান। জরিমানাসহ ১৪ ড্রেজার মেশিন ধ্বংস
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় ইউসুফ আলী (৩৮) নামে এক ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৪টি মিনি ড্রেজার মেশিন, ১৮টি বাঁশের মাচাসহ অসংখ্য পাইপ।
২২ এপ্রিল মঙলবার বিকেল থেকে রাত অবধি উপজেলার মরিচপুরান ইউনিয়নের রাবারড্যাম, রাজাখালপাড় ও ফকিরপাড়া এলাকায় ভোগাই নদীর অংশে ওই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় সম্প্রতি জেলা প্রশাসক বালু মহালের ইজারা বাতিল করার পরে কিছু অসাধু বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল৷ খবর পেয়ে মরিচপুরান ইউনিয়নের ভোগাই নদীর অংশ রাবারড্যাম, রাজাখালপাড় ও ফকিরপাড়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত । ওইসময় অবৈধভাবে বালু উত্তোলন করায় ইউসুফ আলী (৩৮) নামে এক ব্যাক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৪টি মিনি ড্রেজার মেশিন, ১৮টি বাঁশের মাচাসহ অসংখ্য পাইপ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা হবে।